বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘গোপন বৈঠক’থেকে আটক ১৫ ইউপি সদস্য কারাগারে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

কক্সবাজারে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) গোপন বৈঠক থেকে আটক ১৯ ইউপি সদস্যের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় অপর চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে ওই ১৫ জনকে কক্সবাজার আদালতে পাঠানো হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী সড়কের হোটেল মোটেল জোনের ইউনি রিসোর্টের পঞ্চম তলার বলরুমে গোপন সভা থেকে ১৯ ইউপি সদস্যকে আটক করার কথা জানায় পুলিশ।

ওসি ফয়জুল আজিম নোমান বলেন, রাতে আটক ইউপি সদস্যদের থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আটকদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং অপর চারজনের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিরোধিতাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে সরকারবিরোধী আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা গোপন বৈঠক করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সন্দেহজনক হোটেলটি ঘিরে ফেললে বেশ কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ সময় হোটেলটির সম্মেলন কক্ষে অবস্থানকারী ১৯ জন ইউপি সদস্যকে পুলিশ আটক করে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটির নেতা। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিরোধিতাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনি রিসোর্টের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পালংখালী ইউপি চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী। তিনি বলেন, কক্সবাজার ও বান্দরবান জেলার ইউপি সদস্য ও চেয়ারম্যানরা সভায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় সভা শেষে অতিথিরাসহ অধিকাংশ জনপ্রতিনিধি সেখান থেকে চলে আসলেও কক্সবাজার জেলার কিছু সংখ্যক ইউপি সদস্য সেখানে অবস্থান করছিলেন।


আরো খবর: