শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গুলিস্তানে বিস্ফোরণ : আশপাশ সড়কে তীব্র যানজট

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩


ঢাকা, ০৭ মার্চ – রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের পর আশপাশের সব সড়কে যানবাহনের তীব্র যানজট দেখা দিয়েছে। বিস্ফোরণের পরই ভবনটির সামনের ব্যস্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। ফলে ওই সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মৃত্যুর তথ্য দিয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত ৬৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/০৭ মার্চ ২০২৩


আরো খবর: