মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজীপুরে গাড়িচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫




গাজীপুর, ১৭ মার্চ – গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দুর্ঘটনায় নিহত হন সাবিনা আক্তার (২৮) নামের এক নারী শ্রমিক। সাবিনা আক্তার ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার খালসাইদ ফুনা গ্রামের রাব্বির স্ত্রী এবং গোল্ডেন রিপিট কারখানায় কাজ করতেন।

দুর্ঘটনায় নিহতের ঘটনা জানতে পেরে শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

স্থানীয়রা জানান, ইফতারের পর গোল্ডেন রিপিট নামে এক কারখানা খোলা থাকলে সাবিনা ইফতার শেষে বাসা থেকে কারখানার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজিত শ্রমিক ও জনতা কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ মার্চ ২০২৫



আরো খবর: