বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজা ও লেবাননে জেনোসাইড বন্ধ হওয়া উচিত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪


আঙ্কারা, ১৯ অক্টোবর – গাজা ও লেবাননে জেনোসাইড বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইস্তাম্বুলে জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলন করেন এরদোয়ান। এ সময় তিনি বলেন, ওলাফ স্কোলজের সঙ্গে গাজা ও লেবাননে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিষেয় আলোচনা করেছেন। অঞ্চলটিতে যে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়েও তারা কথা বলেছেন।

এরদোয়ান বলেন, জরুরি যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক।

তিনি বলেন, গাজা ও লেবাননে যাতে জোনোসাইড বন্ধ হতে পারে সে জন্য আন্তর্জাতিক সম্প্রাদায় হিসেবে আমাদের ইসরায়েলকে চাপ দেওয়া দরকার। যেহেতু জেনোসাইড চলছে তাই আমাদের অঞ্চল শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারবে না।

তিনি বলেন, পঞ্চাশ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। ইসরারেয়েলের অবস্থান পরিবর্তনে আমাদের দায়িত্ব নেওয়া দরকার ও এ ব্যাপারে কাজ করবো।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৯ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গাজা ও লেবাননে জেনোসাইড বন্ধ হওয়া উচিত first appeared on DesheBideshe.



আরো খবর: