বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ আন্তোনিও গুতেরেস

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫


গাজা ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত হয়েছেন ৪ শতাধিক ফিলিস্তিনি। এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এ হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি কলেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় আমি ক্ষুব্ধ। একই সাথে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান করেন তিনি।


বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।



আরও পড়ুন: গাজায় ৪০০ জনের মৃত্যুতে যা বললেন নেতানিয়াহু


প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।


গুতেরেস বলেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং অবশিষ্ট জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি।





আরো খবর: