জেরুজালেম, ০৬ জুন – অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ওই স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনি বেসামরিকরা আশ্রয় নিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮১ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের দাবি, ওই স্কুলে হামাসের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ক্লাসরুম লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামাসের মিডিয়া অফিস থেকে জানানো হয় অন্তত ২৭ জন বেসামরিক এই হামলায় প্রাণ হারিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্লাসরুমটি ধ্বংস হয়ে গেছে। সামে মরদেহ পড়ে আছে।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৬ জুন ২০২৪