সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা ইলন মাস্কের


জেরুজালেম, ২৮ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল। এমন পরিস্থিতিতে স্থানীয় অধিবাসীরা কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এ অবস্থায় গাজায় ইন্টারনেট সরবরাহের জন্য ইলন মাস্কের প্রতি আহ্বান জানান অনেকেই। এরপরই শনিবার এক ঘোষণায় ইন্টারনেট সংযোগ দেয়ার বলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

তিনি বলেছেন, গাজায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর জন্য ইন্টারনেট সংযোগ দেবে তার প্রতিষ্ঠান স্টারলিঙ্ক।

তবে এ ব্যাপারে গাজা থেকে এখনও কেউ তার সঙ্গে বা তার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন তিনি। এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মাস্ক বলেন, ‘গাজায় ইন্টারনেট সংযোগের কর্তৃপক্ষ কারা তা আমাদের জানা নেই। তবে আমরা জানি, এখন পর্যন্ত কেউ ইন্টারনেট সংযোগ চেয়ে কেউ আবেদন করেনি।’

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল। বিমান হামলার পাশাপাশি শনিবার (২৮ অক্টোবর) ভোরে স্থল অভিযান শুরু করে ইসরাইলি সেনারা। হামাসের প্রতিরোধের মধ্যদিয়ে শুরু হয় স্থল যুদ্ধ যা এখনও অব্যাহত রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ অক্টোবর ২০২৩





আরো খবর: