ইসলামাবাদ, ০৭ জুন – পাকিস্তানের গণমাধ্যমগুলোয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের কোনো সংবাদ থাকছে না। টিভি চ্যানেল ও নিউজ পোর্টালে তাঁর ছবি প্রদর্শনও করা হচ্ছে না। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা গত মাসে ‘দাঙ্গায়’ জড়িত ব্যক্তিদের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। এর পর থেকে ইমরানের খবর সংবাদমাধ্যমগুলোয় আসছে না। রয়টার্সের সোমবারের এক জরিপে এ তথ্য দেখা গেছে।
পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পিইএমআরএ) দাঙ্গাকারী, দাঙ্গা থেকে সুবিধাভোগকারী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদের টেলিভিশনের পর্দা থেকে অদৃশ্য করে দিতে নির্দেশনা দিয়েছে। এমনটা করলেই টেলিভিশন লাইসেন্স নিশ্চিত করা যাবে– বলেছে পিইএমআরএ। তবে সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করেনি তারা।
রয়টার্সের জরিপ বলছে, এর পর থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম জনপ্রিয় নেতা ইমরান খানের নাম ও ছবি সম্প্রচারিত হচ্ছে না। এমনকি সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো থেকেও অদৃশ্য হয়ে গেছে ইমরানের সংবাদ। সম্প্রচার মাধ্যমের জন্য দেওয়া নির্দেশনা ইমরানের সঙ্গে জড়িত কিনা, এমন প্রশ্ন ও মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাননি পিইএমআরএ কর্মকর্তারা। পাকিস্তানের টেলিভিশনগুলোয় খুবই পরিচিত মুখ ইমরান খান। তাঁর বক্তব্য ও সমাবেশের খবর দর্শক-শ্রোতাদের মধ্যে খুবই জনপ্রিয়।
সূত্র: সমকাল
এম ইউ/০৭ জুন ২০২৩