ঢাকা, ২৭ অক্টোবর – সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ অক্টোবর) শরীফ আহমেদের ময়মনসিংহের ঠিকানায় চিঠি দিয়ে আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টায় দুদকে উপস্থিত হতে অনুরোধ করেন কমিশনের উপ-পরিচালক মোহা. নূরুল হুদা। শরীফ আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
চিঠিতে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য জানা প্রয়োজন। এছাড়াও তার দুর্নীতির অভিযোগ তদন্তে উপ-পরিচালক মোহা. নুরুল হুদাকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।
সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ২৭ অক্টোবর ২০২৪