নয়াদিল্লি, ৩১ মার্চ – ইদের উৎসবে মেতে উঠেছে দেশ। প্রায় একমাস ধরে রোজা রাখার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ এই মহা মিলনের উৎসবে মিলিত হচ্ছেন। চলছে আলিঙ্গন ও মিষ্টি মুখ। মুসলিম সম্প্রদায়ের বিশেষ এই উৎসব উপলক্ষে সোমবার শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বার্তা, এই উৎসব সমাজে সম্প্রীতি বয়ে আনুক। পাশাপাশি শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ অন্যান্য রাজনৈতিক নেতারা।
এদিন এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘সকলকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে নতুন আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় সাফল্য আসুক। ইদ মোবারক।’
পাশাপাশি এক্স হ্যান্ডেলে ইদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘খুশির ইদে আমি সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমার মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা। এই উৎসব ভ্রাতৃত্বের চেতনাকে শক্তিশালী করে করুণা ও দানের মানসিকতা বাড়ায়। আমি প্রার্থনা করি এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক। সকলকে মানবিকতার পথে চলার সংকল্পকে শক্তিশালী করুক এই উৎসব।’
এছাড়াও ইদের শুভেচ্ছা জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, ‘ইদ মোবারক। ইদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ পাশাপাশি এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, ‘ইদ মোবারক! এই আনন্দময় উৎসব আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।’
সূত্র: সংবাদ প্রতিদিন পত্রিকা
এনএন/ ৩১ মার্চ ২০২৫