শিরোনাম ::
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা আদালতে কাঁদলেন খালেদা জিয়ার আইনজীবী! কেন জানেন? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী! বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

খুন নাকি স্বাভাবিক মৃত্যু : এবার মুখ খুললেন তার স্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩


মুম্বাই, ১৪ মার্চ – বলিউডের নন্দিত অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক মারা গেছেন। গত বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু আচমকা তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

খুন নাকি স্বাভাবিক মৃত্যু, রহস্য ঘনীভূত হচ্ছিল ধীরে ধীরে। যদিও ময়নাতদন্তে খুনের কোনো আলামত মেলেনি। তার পরও বর্ষীয়ান বলিউড অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ী বিকাশ মালুর সাবেক স্ত্রী সানভি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সতীশের স্ত্রী শশী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশের স্ত্রীর যাবতীয় দাবি খারিজ করে দেন শশী। তিনি জানান, তার স্বামী কাউকে ১৫ কোটি টাকা ধার দেননি। তার কথায়, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ওই নারী।’

সতীশ কৌশিকের স্ত্রী আরও বলেন, ‘আমার স্বামী কারও সঙ্গে কোনো বিবাদে জড়াননি। উনি একেবারে ভুয়া দাবি করছেন। সতীশজির পোস্টমর্টেম রিপোর্ট মোতাবেক ওর হার্টে ৯৮ শতাংশ ব্লকেজ ছিল।’

শশী আরও বলেন, ‘যিনি এই অভিযোগ করেছেন তিনি তো স্বামীর সঙ্গে থাকেন না। বিচ্ছেদ হয়ে গেছে। আমার মতে, হয় উনি লাইমলাইটে এসে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন, নয়তো স্বামীকে সমস্যায় ফেলার চেষ্টা করছেন।’

সতীশ কৌশিকের স্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তাকে না জিজ্ঞেস করে স্বামী কাউকে এত টাকা ধার দিতে পারেন না। বিকাশের সাবেক স্ত্রীর অভিযোগে তিনি ব্যথিত সেই কথাও জানান তিনি। শশীর কথায়, ‘সতীশজির মৃত্যুর কারণ নিয়ে আমাকে বিবৃতি দিতে হচ্ছে! এটি সত্যিই কষ্টকর।’

এর আগে ব্যবসায়ী বিকাশ মালুর সাবেক স্ত্রী সানভি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি দাবি করেন, বিকাশ ১৫ কোটি টাকা ফেরত দিতে পারছিলেন না। সেই কারণে তিনি সতীশকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।

চিঠিতে তিনি জানান, বিকাশ মালুকে ১৫ কোটি টাকা ধার দিয়েছিলেন সতীশ। সেই টাকা ফেরত চেয়ে ব্যবসায়ীর সঙ্গে এবার বিদেশে দেখাও করেন অভিনেতা। টাকা ফেরত দেওয়া নিয়ে ওদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছিল বলে দাবি ব্যবসায়ীর স্ত্রীর। সতীশকে টাকা ফেরত দিয়ে দেবেন বলে নাকি কথাও দিয়েছিলেন ওই ব্যবসায়ী।

সানভির দাবি, ওর স্বামীর খামারবাড়িতে পার্টিতে এসেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সতীশ। তাই সানভির ধারণা, ওর স্বামীই টাকা ফেরত দেওয়া থেকে বাঁচতে অভিনেতাকে বিষজাতীয় কিছু দিয়েছিলেন।

আইএ/ ১৪ মার্চ ২০২৩


আরো খবর: