ঢাকা, ২২ অক্টোবর – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ‘তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।’
রাষ্ট্রপতির এ ধরণের বক্তব্যে কথা বললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ নির্মাতা ছাত্র আন্দোলনের শুরু থেকেই ফেসবুকে সরব ভূমিকা পালন করে আসছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে চলচ্চিত্র নির্মাতা ফারুকী লিখেছেন, ‘খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।’
এদিকে হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে সংস্কারপন্থীরা বলছেন, ‘পলাতক সরকার প্রধানের পদত্যাগপত্র থাকা বা না থাকায় কিছু যায় আসে না।’
প্রসঙ্গত, দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ না থাকার কথা বলেছেন।