ঢাকা, ২৮ মার্চ – আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তির অপেক্ষায় থাকা দাগি সিনেমাটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ মার্চ)। যেখানে কয়েদি বেশে উপস্থিত হন আফরান নিশো।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে সিনেমাটির প্রচারণায় রাজধানীর গুলশানে ‘দাগি’র প্রেস মিট অনুষ্ঠানে কয়েদির সাজে হাজির হন অভিনেতা নিশো। এ সময় তাকে দেখে চমকে যান সবাই। অনুষ্ঠানে অভিনেতা বলেন, ঈদে আসছে। দেখতে হবে প্রেক্ষাগৃহে গিয়ে।
মূলত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’তে নিশোর অভিনয় নজর কাড়ে সবার। এরপর থেকেই সবার আগ্রহের কেন্দ্রে চলে আসে নিশো নাম। প্রথম সিনেমার পর অবশ্য দুই বছর কেটে গেছে। এবার ‘দাগি’ সিনেমায় এমন নতুন লুকে দেখা যাবে তাকে। এরইমধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে ‘দাগি’র টিজার মুক্তি পেয়েছে। জেল জীবনে থাকা এক ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন লুকে দেখা যায় তাকে।
এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। এটি নির্মাতার দ্বিতীয় সিনেমা। এতে নিশো ছাড়াও আরও দেখা যাবে চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেককে।
এনএন/ ২৮মার্চ ২০২৫