মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ক্যাম্পে পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি বিনিময়

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৭ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক বিদেশী অস্ত্র, ৪৯১ রাউন্ড তাজাগুলি।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে ৮ এপিবিএন এর টহলদলকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। পরে আত্মরক্ষায় গুলি ছোড়েন এপিবিএন সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন।

তিনি বলেন, ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বাড়ানো হয়েছে তৎপরতা।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে ওই ক্যাম্পের বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় নিহত আজিম উদ্দিনের স্ত্রীর দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার হয়েছে।


আরো খবর: