উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার রাত ৭ টার দিকে উখিয়া বালুখালী ২০ ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএনের পুলিশ ও ফায়ার সার্ভিসের দলসহ ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে।
বিষয়টি নিশ্চত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক নাইমুল জানান, ‘উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এখনো আগুন নেভাতে চেষ্টা চলছে। তবে কিভাবে অগ্নিকান্ড ঘটেছে সেটি এই মূর্হতে নিশ্চিত হওয়া যায়নি। সেখানে পুলিশ কাজ করছে।’
উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান,‘রবিবার হঠাৎ ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে পুলিশের সহতায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।