শিরোনাম ::
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ – DesheBideshe পেকুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা কক্সবাজারে বিভিন্ন অপকর্মে রোহিঙ্গারা জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছি : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি শুরু আজ দুর্যোগপূর্ণ ঢাকার বায়ু, সতর্ক থাকার পরামর্শ রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন প্রীতি? জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে যা আছে সেই রিফাত রশিদ এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অন্টারিও প্রাদেশিক নির্বাচনে ডলি বেগমের হ্যাটট্রিক জয়
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ক্যাম্পে অনাচার সৃষ্টিকারী একজন রোহিঙ্গাকেও ছাড় দেয়া হবে না

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

শহিদুল ইসলাম,উখিয়া::

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)এর বিট পুলিশিং এক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারী সকাল ১০টার সময় বালুর মাঠ পুলিশ ক্যাম্পের আয়োজনে ক্যাম্প ২-ইষ্টে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন এতে সহকারি পুলিশ সুপার ও বালুরমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এমরানুল হক মারুফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন’)এর অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম। প্রধান অতিথি মোঃ নাইমুল হক পিপিএম বলেন ” রোহিঙ্গা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর কোন অন্যায় অত্যাচার সহ্য করা হবে না। রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের তালিকা করা হয়েছে।

তালিকাভুক্ত প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। রোহিঙ্গা ক্যাম্পে অনাচার সৃষ্টিকারী একজন রোহিঙ্গাকেও ছাড় দেয়া হবে না।ক্যাম্পে কোন গ্রুপ থাকতে পারবেনা বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার কুতুপালং ক্যাম্প,পিযুষ চন্দ্র দাশ, অতিরিক্ত পুলিশ সুপার ও নৌকার মাঠ ক্যাম্প কমান্ডার প্রমুখ।


আরো খবর: