বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেনা-উখিয়ায় জামায়াতের জেলা আমীর

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

এম.এ রাহাত, উখিয়া:

একটার পর একটা দল ক্ষমতায় এসে এদেশের মানুষকে শাসন করেছে কিন্তু এদেশের মানুষের মৌলিক অধিকার তারা ফিরিয়ে দিতে পারেনি। তাদের শাসন যত দীর্ঘ হয়েছে, জনগণের দুঃখ দুর্দশা তত বেড়ে গেছে। আওয়ামী লীগ সরকার প্রথম যখন ক্ষমতায় আসে তখন তারা বলেছিলেন, আমরা ১০টাকা দামে চাউল খাওয়াবো।

কিন্তু তারা যখন পালিয়ে যাচ্ছে তখন দেশে চাউলের দাম ৭০টাকা। যদি দেশে ন্যায় বিচার কায়েম করতে চাই তাহলে ইসলামের কোন বিকল্প নাই। কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেনা। আমরা যদি এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোন পথ নেই। উখিয়ার জালিয়াপালংয়ে জামায়াতে ইসলামী জালিয়াপালং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে এসব কথা বলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জালিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে শুক্রবার(২৯ নভেম্বর) বিকাল ৩টায় সোনারপাড়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

এসময় তিনি বলেন, শহিদ আবু নাছের রঙ্গিখালী মাদ্রাসার ছাত্র ছিলো, আমিও ওই মাদ্রাসার ছাত্র ছিলাম। আজকে তার কথা মনে পড়ে গেল, শহিদ আবু নাছেরের স্মৃতি বিজড়িত এই জালিয়াপালং ইউনিয়নকে আল্লাহ তা’য়ালা কবুল করুক। এসময় শহিদ আবু নাসেরের কথা বলে কান্না
বিজড়িত কন্ঠে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, ৫৩ বছর পরে বিগত জুলাই আগস্টে আমরা আবার যুদ্ধ করেছি বৈষম্যের বিরুদ্ধে। বিগত ৫৩ বছর যারা দেশকে শাসন করেছিলো তারা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে পারেনি। একটার পর একটা দল ক্ষমতায় এসে এদেশের মানুষকে শাসন করেছে কিন্তু এদেশের মানুষের মৌলিক অধিকার তারা ফিরিয়ে দিতে পারেনি। তাদের শাসন যত দীর্ঘ হয়েছে, জনগণের দুঃখ দুর্দশা তত বেড়ে গেছে। আওয়ামী লীগ সরকার প্রথম যখন ক্ষমতায় আসে তখন তারা বলেছিলেন, আমরা ১০টাকা দামে চাউল খাওয়াবো। কিন্তু তারা যখন পালিয়ে যাচ্ছে তখন দেশে চাউলের দাম ৭০টাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশে আল্লাহর কোরআনের ভিত্তিতে সমাজ কায়েম করতে চায়।
আমার ছেলেররা সেদিন স্লোগান দিয়ে বলেছিলো আমরা ন্যায় বিচার চাই। যদি আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই তাহলে ইসলামের কোন বিকল্প নাই। কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেনা। আমরা যদি এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোন পথ নেই। কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, সেই টাকায় আমার দেশের গরীব দুঃখী মেহনতি মানুষের হক আছে। কিন্তু অতীতে যারা এদেশকে শাসন করেছে তারা কখনো ধনীদের কাছ থেকে গরীবের হক আদায় করতে পারেনাই। বরং তারা নিজেরা লুটপাট করেছে। শেখ মুজিবুর রহমান নিজের মুখে বলেছেন, সারা দুনিয়ার মানুষ সোনার খনি পেয়েছে আর আমি পেয়েছি চুরের খনি। আমি সারাদেশ থেকে ভিক্ষা করে আনি আর চুরের দল সব খেয়ে শেষ করে।
আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাই, নতুন বাংলাদেশর প্রেক্ষাপটে এদেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে, দেয় তাহলে জামায়াতে ইসলামী কোরআনের সেই আয়াতের আলোকে ধনীদের সম্পদের ভিতরে গরীবের যে হক আছে সে হক বের করে গরীবদের মাঝে বিতরণ করা হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলার সাবেক সেক্রেটারি ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী। এসময় তিনি বলেন, এদেশের যারা প্রখ্যাত আলেম তাদেরকে আওয়ামী সরকার বছরের পর বছর কারাগারে বন্দী রেখেছিলো। সকল ধরণে মাহফিল বন্ধ করে দিয়েছিল, জনগণের পাশে আমাদেরকে আসতে দেয়নি। আমার ওপর রেস্ট্রিকশন ছিলো। আল্লাহর জমিনের আল্লাহর আইন চলতে হবে।
আল্লাহর আইন অনুযায়ী যতদিন দেশ চলবে না ততদিন বৈষম্য বন্ধ হবে না। শেখ হাসিনা দিল্লি থেকে ষড়যন্ত্র করতেছে, যার উদাহরণ গত মঙ্গলবার একজন আইনজীবীকে হত্যা করেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে চারজন ধরা পড়েছে সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশে ইয়াবার চাষ করেছে।
এছাড়া, ভোটের অধিকার, বৈষম্যহীন সমাজ, কৃষকের অধিকার, গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রয়োজন বলে মনে করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক ও জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জালিয়াপালং ইউনিয়ন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার দিদার আহমেদ সিকদার। সঞ্চালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জালিয়াপালং ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি, আবু সাঈদ মোহাম্মদ মাসুম।


আরো খবর: