নির্বাচন বানচাল মিথ্যা মামলা ও সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কোর্টবাজার-উখিয়া ফোর স্ট্রোক সি.এন.জি মালিক ও চালক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দরা।
মঙ্গলবার(১১ অক্টোবর) রাতে কোর্টবাজারে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ চৌধুরী বলেন,”গতবছরের ৪ অক্টোবর সমবায় আইন অনুযায়ী ১৯ জন সদস্যকে বহিষ্কার করা হয়। পরে বহিষ্কৃতরা কক্সবাজার জেলা সমবায় অফিসে অভিযোগ দায়ের করে। সেখান থেকে দীর্ঘ তদন্ত ও শুনানির পর বহিষ্কৃতদের আবেদন খারিজ করে দেওয়া হয়।”
টোকেন বাণিজ্যের বিষয়ে তিনি বলেন,”টোকেন বাণিজ্য নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ২০০৮ সাল থেকে কোনো সদস্যদের নিকট থেকে চাঁদা নেওয়া হয়নি। টোকেন বাণিজ্যের সম্পৃক্ততার প্রমাণ করতে পারলে সর্বোচ্চ শাস্তি পেতে বাধ্য থাকবো।”
আগামী নির্বাচন সমবায় আইন অনুযায়ী গণতান্ত্রিকভাবে হওয়ার খবরে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘদিনের স্বনামধন্য এ সমিতির বিরুদ্ধে লেগে আছেই বলে জানান তিনি। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি রুহুল আমিন খান,সদস্য জাফর আলম উপস্থিত ছিলেন।