গাজীপুর, ২৫ মে – গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা কেন্দ্রগুলো টহল দিচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
পুলিশ ও বিজিবির সূত্র থেকে জানায়, গাজীপুর সিটি নির্বাচনে বিজিবির পাশাপাশি প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এ ছাড়া পুলিশ বাহিনীর মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের মূল উদ্দেশ্যে। ভোটাররার এসে যেন সুন্দরভাবে ভোট দিয়ে যেতে পারেন, সেই চেষ্টাই করছি।
মো. শরিফুল ইসলাম জানান, সিটি নির্বাচন ঘিরে ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত তারা কেন্দ্রে কেন্দ্রে টহল দেবে।
মেয়র পদপ্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান (আওয়ামী লীগ-নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙল), জায়েদা খাতুন (স্বতন্ত্র-টেবিলঘড়ি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)।
উল্লেখ্য, সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। এ নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী। সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ মে ২০২৩