শিরোনাম ::
অসুস্থ হয়ে ঢামেকে সাবেক মন্ত্রী শাজাহান খান, সিসিইউতে ভর্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার টেকনাফে পৃথক অভিযানে ১লাখ ইয়াবা উদ্ধার,আটক-২ টেকনাফে মুক্তিপণে ফিরেছে অপহৃত নয় কৃষক টেকনাফে মাছের ঘের এলাকায় অভিযানে অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গা ডাকাত আটক টেকনাফে মালয়েশিয়া পাচারকালে গোপন আস্তানা থেকে ১২ রোহিঙ্গা উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ পলিথিন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা পুলিশকে বিশেষ খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কূটনীতিকরা কে কোথায় দায়িত্ব পাচ্ছেন?

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪


ঢাকা, ০২ নভেম্বর – বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর কিছু পেশাদার কূটনীতিকের দায়িত্ব পরিবর্তন, মিশন পরিবর্তন ও ঢাকায় ফেরানো হচ্ছে। সেই সঙ্গে ঢাকার সদর দপ্তর থেকে কিছু কূটনীতিকে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।

শনিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশন করাচির ডেপুটি হাইকমিশনার হচ্ছেন বর্তমানে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মুহাম্মদ সাকিব সাদাকাত। বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে (যুক্তরাজ্য) সহকারী হাইকমিশনারের দায়িত্ব পাচ্ছেন ভারতস্থ বাংলাদেশ উপ-হাই কমিশন, চেন্নাইয়ের উপ-হাইকমিশনার শেলী সালেহীন। চেন্নাইয়ে উপ-হাইকমিশনার হচ্ছেন বার্মিংহামের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান। ইস্তাম্বুল বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হচ্ছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মুহাম্মদ মিজানুর রহমান।

কিছু পেশাদার কূটনীতিকে ঢাকায় ফেরানো হচ্ছে। তারা হলেন, বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতায় বর্তমানে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান। বাংলাদেশ দূতাবাস মাস্কাটের মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মৌসুমী রহমান।

অন্যদিকে, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হচ্ছেন বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্‌-আল-মামুন।



আরো খবর: