শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রশাসনের মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫




খুলনা, ১৯ ফেব্রুয়ারি – খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় মামলাটি করা হয়।

এই মামলায় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। খানজাহান আলী থানার ওসি একটি মাহফিলে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে কুয়েটের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ এটি নিশ্চিত করেন। বুধবার কুয়েটের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মামলা দায়ের হয়। কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মঙ্গলবারের ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করা, বিশ্ববিদ্যালয়ে ৯৩তম সিন্ডিকেট সভায় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের আদেশটি বহাল রাখা, শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধের যে ঘোষণা করা হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।



আরো খবর: