খুলনা, ২২ ফেব্রুয়ারি – খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সর্মথক শফিকুল।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিকাবুল ইসলাম।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।
কুয়েট প্রশাসনের পক্ষে নিরাপত্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান লিটন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৪০০/৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর-১৭। মামলার পরদিনই শুক্রবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, কুয়েটের ঘটনায় চার বিএনপি-যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করলে পরিণাম ভালো হবে না।
নগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জিমাজানুর রহমান মিলটনের পাঠানো এক বিবৃতিতে এমনটি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।