রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু


কুষ্টিয়া, ০৯ অক্টোবর – কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে গৃহবধূসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচ জন আহত হয়েছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়েরপাড়া ও ফারাকপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূসহ চারজনের মৃত্যু হয়েছে। বিকেলে গড়েরপাড়া এলাকার সাত থেকে আটজন কৃষক মাঠে কাজ করছিল। এ সময় আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নিলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপরদিকে, ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় জহুরা খাতুন নামে এক গৃহবধূ বজ্রপাতের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু first appeared on DesheBideshe.



আরো খবর: