শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুর্মিটোলা হাসপাতাল থেকে এক ইরানির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩

ঢাকা, ১০ মে – রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলনারি সাইদ (৪০)।

মঙ্গলবার (৯ মে) দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বুধবার (১০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, তিনি ইরানি নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৭ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, নিজ বাসায় ওই ইরানি অসুস্থ হয়ে পড়লে রুমমেট তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অসুস্থতা জনিত কারণে মৃত্যু।

সূত্র: বাংলানিউজ

 


আরো খবর: