শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুয়েতে তেলের পাইপে ছিদ্র, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
কুয়েতে তেলের পাইপে ছিদ্র, ‘জরুরি অবস্থা’ ঘোষণা


দোহা, ২০ মার্চ – পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ার কারণে কুয়েতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং তেল উৎপাদনেও বিঘ্ন ঘটেনি। সোমবার (২০ মার্চ) রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) এসব কথা জানিয়েছে।

কুয়েতি মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে একটি পাইপের খোলা মুখ দিয়ে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ঘটনাস্থলের নাম প্রকাশ করা হয়নি। তাছাড়া, স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কেওসি জানিয়েছে, তেল লিকেজের উৎস খুঁজতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছে একটি বিশেষ দল।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির মুখপাত্র কুসাই আল-আমের বলেন, লিকেজের ঘটনাটি খোলা জায়গায় ঘটেছে, কোনো আবাসিক এলাকায় নয়। এ থেকে কোনো বিষাক্ত ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া যায়নি এবং তেল উৎপাদনও বাধাগ্রস্ত হয়নি।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল উৎপাদক ‍কুয়েত। দেশটির সরকারি আয়ের প্রায় ৯০ শতাংশেই আসে এই তেল থেকে।

বর্তমানে প্রতিদিন ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করা কুয়েত তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

এর আগে ২০১৬ ও ২০২০ সালেও কুয়েত অয়েল কোম্পানির পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ মার্চ ২০২৩





আরো খবর: