শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুমিল্লায় জিপিএ ৫ মেয়েরাই এগিয়ে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
কুমিল্লায়  জিপিএ ৫ মেয়েরাই এগিয়ে


২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। গতবারের তুলনায় এবার কমেছে পাসের হার। গত বছর কুমিল্লা বোর্ডের অধীনে পরীক্ষার্থী পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ। তবে, পাস ও জিপিএ-৫ এগিয়ে রয়েছে মেয়েরা। বুধবার বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান জানান, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৭৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৭৯ শতাংশ, মানবিক বিভাগে ৮৭ দশমিক ৮৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৮ হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

মেয়েদের শতকরা পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ। পক্ষান্তরে ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ। তিনি আরও জানান, কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান রয়েছে ৫ টি।



আরো খবর: