নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২১-২২ অর্থ বছরের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের জন্য ৬৪ লাখ ৭৪ হাজার ৪শ টাকার কাজ পেয়েছে মের্সাস রোহান এন্টারপ্রাইজ নামের কক্সবাজারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের শাহজাহান এর বাড়ি হইতে বিলকিছের বাড়ি পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করণের কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে লটারির আয়োজন করা হয়। লটারিতে প্রথম হয় মের্সাস রোহান এন্টারপ্রাইজ,কক্সবাজার।
জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২১-২২ অর্থ বছরের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড(এইচবিবি) করণ (২য় পর্যায়) শীর্ষক ১টি প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করা হয়। এতে ২৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদন করে। তার মধ্যে ১টি আবেদন বাতিল হয়। বাকি ২৬ টি আবেদন থেকে লটারীর মাধ্যমে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান,উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের মিজবাহ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও আবেদনকারী ঠিকাদার উপস্থিত ছিলেন।