শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুতুবদিয়ায় দেশীয় তৈরী চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২

কক্সবাজারের কুতুবদিয়ায় ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার। এর আগে রবিবার ( ৩১ জুলাই ) দিবাগত রাতে সৈইগ্যার পাড়া এলাকা থেকে
তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মোঃ এনামুল হকের ছেলে মোঃ কমুর উদ্দিন হাসান(১৯), মৃত জালাল আহমেদের ছেলে মোঃ আব্দুল্লাহ(২৫), মঞ্জুর আলম মাতবরের ছেলে মোঃ তানবীর(২১), মৃত আবুল কাশেম ছেলে আলমগীর(২৫)।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার জানান, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবর ডেইল সৈইগ্যার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচা-কেনার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আরো খবর: