সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুতুবদিয়ায় আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ ৫ জলদস্যু আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ মে, ২০২২

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মেঘনা গ্রুপের লাইটার জাহাজ এম ভি মার্কেন্টাইলে ডাকাতির ঘটনায় জড়িত ৫ জলদস্যুকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ মে) রাত এগারটার দিকে কক্সবাজার জেলার কুতুবদিয়া সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল।

আটককৃতরা হলেন- মোঃ আবু বক্কর (৫৫), মোঃ মোজাম্মেল হক (৫১), মাহমুদুল করিম(৪২), দিদারুল ইসলাম (৪৮), মোঃ মিনার (২৯)।তাদের সকলের বাড়ী কুতুবদিয়া উপজেলায়।

র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা একটি চক্রবদ্ধ ডাকাত দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী এলাকাসহ সাগর পথে বিভিন্ন চ্যানেলে ডাকাতি করে আসছে ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।


আরো খবর: