মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কী পেলেন কী দিলেন মোদি-বাইডেন

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
কী পেলেন কী দিলেন মোদি-বাইডেন


ওয়াশিংটন, ২২ জুন – বাংলাদেশের মানুষদের মতো অতিথি আপ্যায়নে বিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো বাংলাদেশিদের মতো কারও বাড়িতে গেলে খালি হাতে না যাওয়ার রীতি বজায় রাখলেন তিনি। যুক্তরাষ্ট্র সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য বাছাই করা উপহার নিয়ে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

বুধবার (২১ জুন) প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছান নরেন্দ্র মোদী। এর একদিন পর তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেময় মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি জিল বাইডেনের হাতে তুলে দেন বেশকিছু উপহার। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কলকাতার দক্ষ স্বর্ণকারের হাতে তৈরি রুপার গনেশ মূর্তি ও প্রদীপ।

তাছাড়া আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়টসের অনুবাদ করা উপনিষদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জো বাইডেনের পছন্দের কবি বাটলার।

 

মহীশূরের বিখ্যাত চন্দনকাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্ অব উপনিষদ’-এর প্রথম সংস্করণ। বাক্সটির গায়ে আবার খোদায় করে আঁকা রয়েছে বিভিন্ন পশু-পাখির ছবি, যা ভারতীয় সংস্কৃতির চিহ্ন বহন করে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদির দেওয়া উপহারের তালিকার মধ্যে রয়েছে— কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ ও প্রদীপ। এ ছাড়া জয়পুরের শিল্পীদের তৈরি কারুকাজ করা ওই চন্দনকাঠের বাক্সে ছিল যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম। চন্দন কাঠের ওই বাক্সের মধ্যে আরও রয়েছে তামার প্লেট ও দশটি রুপার ছোট বাক্স।

মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেনকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৭ দশমিক ৫ ক্যারেটের একটি সবুজ হীরা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হীরাটি খনি থেকে মেলেনি। পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে।

প্রাকৃতিক হীরার সব বৈশিষ্ট্যযুক্ত এ কৃত্রিম হীরা পরিবেশ সংরক্ষণের বার্তাবাহী। হীরাটি রাখা ছিল কাশ্মীরের শিল্পীদের তৈরি প্রখ্যাত ‘কর-ই-কলমদানি’ বাক্সে। নকশা আঁকা বাক্সটি তৈরি দামি ‘প্যাপিয়ার ম্যাচ’ কাগজ দিয়ে।

এছাড়া ভারতের দেওয়া উপহারগুলোর মধ্যে রয়েছে মহীশূরের সুগন্ধি চন্দন কাঠের টুকরো, রাজস্থানের ২৪ ক্যারেটের খাঁটি হলমার্কযুক্ত সোনার মুদ্রা, ঝাড়খণ্ডের তসর সিল্কের কাপড়, পাঞ্জাবের তৈরি দেশি গাওয়া ঘি, তামিলনাড়ুর তিল, মহারাষ্ট্রের গুড়, উত্তরাখণ্ডের চাল, গুজরাটের লবন।

অন্যদিকে, বাইডেনের পক্ষ থেকে মোদিকে হাতে তৈরি অ্যান্টিক আমেরিকান বই গ্যালি দেওয়া হয়েছে। এছাড়া বাইডেন দম্পতি তাকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকান বন্যপ্রাণী ফটোগ্রাফির একটি হার্ডকভার বই ও রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার প্রথম সংস্করণের কপি উপহার দিয়েছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ জুন ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কী পেলেন কী দিলেন মোদি-বাইডেন first appeared on DesheBideshe.



আরো খবর: