নয়াদিল্লি, ০৫ মে – কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক সেনা সদস্য।
শুক্রবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে একটি সামরিক অনুসন্ধান দল ‘পাথুরে ও খাড়া পাহাড়ে ঘেরা’ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের একটি দলকে দেখতে পায়।
ভারতীয় কর্তৃপক্ষ জানায়, বিচ্ছিন্নতাবাদীরা সামরিক অভিযানের প্রতিশোধ নিতে বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে। ওই হামলায় দুই ভারতীয় সেনার নিহত হন। পরে আরও তিনজন আহত অবস্থায় মারা যান।
গত মাসে অজ্ঞাতনামা হামলাকারীরা ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে গুলি চালালে এই সামরিক অভিযান শুরু হয়। কাশ্মিরে এক দশক ধরে চলা বিদ্রোহের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে আসছে ভারত।
সূত্র : আরটিভি নিউজ
আইএ/ ০৫ মে ২০২৩