শিরোনাম ::
উখিয়ায় ইয়াবা কারবারি বখতারের বিরুদ্ধে দুদকের মামলা টেকনাফে উদ্ধার চার লাখ ইয়াবা, জঙ্গল দিয়ে পালালেন পাচারকারী টেকনাফে অপহৃত পাঁচজনের জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজারে একাডেমির জন্য বাতিলকৃত ৭০০ একরে ৮৬৫ দখলদার, ১৫শ বসতি কক্সবাজারে ইউপি চেয়ারম্যান ও এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জামায়াতের জনসভা হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে ‘রূপ আজ আছে কাল নেই’, পুত্রবধূ ঐশ্বরিয়াকে অমিতাভ! চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশা সাগরকে চিটাগং কিংসের আইনি নোটিশ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জামায়াতের জনসভা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫


নারায়ণগঞ্জ, ০৭ ফেব্রুয়ারি – প্রায় চার দশক পর নারায়ণগঞ্জ শহরের খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতে ইসলামীর জনসভা নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকেই শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভার কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তার আগমন উপলক্ষে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা অপেক্ষা করছেন।

এদিন সকাল থেকেই নেতাকর্মীরা ওসমানী পৌর স্টেডিয়ামে যেতে থাকেন। একপর্যায়ে স্টেডিয়াম ছাড়িয়ে যায় জনসাধারণের উপস্থিতি।

জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে ঢাকা থেকে আলাদা হওয়ার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রকাশ্যে খোলা মাঠে জনসমাবেশ করা হয়নি। কয়েকবার উদ্যোগ নিয়ে নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত করতে পারেনি জামায়াত। ২০০২ সালে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মীসভায় তৎকালীন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী এলেও প্রকাশ্যে কোনো সভা করার সুযোগ হয়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, জামায়াত অন্যতম একটি বড় রাজনৈতিক দল। তাদের জনসভাকে কেন্দ্র করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও রয়েছে পুলিশ। তাদের জনসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয় সে লক্ষ্যে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫

 



আরো খবর: