শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কাজের ফাঁকে অফিসের সহকর্মীর সঙ্গে সঙ্গমের পরামর্শ দিলেন পুতিন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪



মস্কো, ২৪ সেপ্টেম্বর – রাশিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক অভিনব ও বিস্ময়কর পরামর্শ আলোড়ন সৃষ্টি করেছে। মেট্রোর বরাতে দিয়ে আজতাক বাংলা জানিয়েছে, পুতিন রাশিয়ান কর্মীদের তাদের মধ্যাহ্নভোজ বা কফি বিরতির সময় যৌন মিলনে অংশ নেয়ার পরামর্শ দিয়েছেন। মূলত, দেশটির বর্তমান প্রজনন হারকে বাড়ানোর লক্ষ্যে এই পরামর্শ দেওয়া হয়েছে, যা বর্তমানে প্রতি মহিলায় ১.৫ শিশুর নিচে নেমে এসেছে। অথচ জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় হার ২.১।রাশিয়ার জনসংখ্যা সংকটরাশিয়ার জন্মহার দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয় ছিল। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এবং তরুণদের দেশত্যাগের কারণে এই পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। গত কয়েক বছরে, দেশটির প্রায় এক মিলিয়নের বেশি তরুণ নাগরিক দেশ ছেড়ে চলে গেছেন, যার প্রভাব রাশিয়ার কর্মক্ষম জনসংখ্যার উপর পড়েছে। এই সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।পুতিনের নির্দেশস্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইয়েভজেনি শেস্তোপলোভ পুতিনের এই পরামর্শকে সমর্থন করে বলেন, ‘কাজের চাপ সন্তান জন্মদানে বাধা হওয়া উচিত নয়।’ তিনি রাশিয়ানদের আহ্বান জানান, কাজের বিরতির সময়টুকু সন্তান জন্মদানের জন্য কাজে লাগানোর। শেস্তোপলোভ আরও বলেন, ‘কাজে ব্যস্ত থাকার অজুহাত সন্তান জন্মদানে বাধা হতে পারে না। বিরতির সময় বাচ্চা তৈরি করুন।’অন্যান্য পদক্ষেপএছাড়া ক্রেমলিন আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন মস্কোতে ১৮ থেকে ৪০ বছর বয়সী নারীদের জন্য বিনামূল্যে উর্বরতা স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে। রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলে কর্তৃপক্ষ জন্মহার বাড়ানোর লক্ষ্যে আর্থিক প্রণোদনা দিয়েছে, যেখানে ২৪ বছরের কম বয়সী মহিলাদের প্রথম সন্তানের জন্মের পরে প্রায় ১.০২ লাখ রুবেল প্রদান করা হবে।ক্রমবর্ধমান সীমাবদ্ধতাগর্ভপাতের অ্যাক্সেসও ক্রমশ কঠোর করা হচ্ছে এবং ডিভোর্সের ফিও বাড়ানো হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার সরকার সামাজিক এবং ধর্মীয় নেতাদের সহায়তায় নারীদের সন্তান ধারণ এবং লালনপালনকে তাদের প্রধান দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাইছে।রাশিয়ার রেকর্ড হ্রাসপ্রাপ্ত জন্মহার২০২৪ সালের প্রথমার্ধে রাশিয়ার জন্মহার ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী, জুনে প্রথমবারের মতো জন্মহার এক লাখের নিচে নেমে আসে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মোট ৫ লাখ ৯৯ হাজার ৬০০ শিশুর জন্ম হয়েছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রায় ১৬ হাজার কম।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই পরিস্থিতিকে ‘জাতির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। ইউরোপের অন্যান্য দেশ ও জাপানের মতো রাশিয়ারও জনসংখ্যা সংকটে ভুগতে শুরু করেছে, যা দেশের ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।রাশিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলার জন্য প্রেসিডেন্ট পুতিনের এই অপ্রচলিত পরামর্শ নতুন আলোচনা তৈরি করেছে। যদিও জন্মহার বাড়াতে আরও অনেক কার্যকরী উদ্যোগ নেয়া হচ্ছে, তবে পুতিনের এই অনুরোধ কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকরা সন্দিহান।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৪



আরো খবর: