শিরোনাম ::
ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা, আটক ২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চিত্রনায়িকা নিপুণ থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি পেকুয়ায় ২০ বছর গাড়ি চলাচল নেই রব্বত আলী পাড়া সড়কে! যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

করোনায় শনাক্ত-মৃত্যু বেড়েছে – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩


করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৫ জন।

বৃহস্পতিবার (৪ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৫৩ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৫৩ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৩৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৪৭ জন বং মারা গেছেন ২৫ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ৬২৬ জন এবং মারা গেছেন ৯ জন।

একইসময়ে, রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৭৮ জন এবং মারা গেছে ৪ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৬৬ জন এবং মারা গেছেন ৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৪৩৪ জন এবং মারা গেছে ১২ জন। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ৪৬ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮২০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৮ হাজার ৫৮৬ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার ১৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আইএ/ ০৪ মে ২০২৩


আরো খবর: