শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

করোনায় আরও ৩২ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৯ জন।

শনিবার (৮ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে অস্ট্রেলিয়ায়। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৯৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন সাতজন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১২ লাখ ২৫ হাজার ৩৮১ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯৮ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ১৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।


আরো খবর: