মুম্বাই, ৩০ ডিসেম্বর – বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের। যেখানেই শো করতে যাচ্ছেন এই পাঞ্জাবি পপস্টার, সেখানেই বিতর্কের মুখে পড়ছেন তিনি। এর আগে এক কনসার্টে মাদক নিয়ে কথা তোলার জন্য বেশ সমালোচিত হন এই গায়ক।
এবার অতিরিক্ত শব্দদূষণ নিয়ে বিপাকে পড়লেন দিলজিৎ! নতুন অভিযোগ, চণ্ডীগড়ে কনসার্ট করতে গিয়ে মাত্রাতিরিক্ত শব্দদূষণ করেছেন তিনি। এর ফলে গায়ককে জরিমা্না গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।
বলিউড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দিলজিতের কনসার্ট হওয়ার সময় শব্দদূষণের মাত্রা ছাড়িয়েছে ৭৫ ডেসিবলের বেশি। পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭৬.১ থেকে ৯৩.১ ডেসিবল পর্যন্ত শব্দদূষণ ঘটানো আইনত অপরাধ। আর সে অপরাধে দিলজিতের কনসার্টের আয়োজকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
জানা গেছে, সেই আইন লঙ্ঘনের অভিযোগেই ১৫ লক্ষ রুপি জরিমানা গুনতে হবে দিলজিৎ দোসাঞ্জকে।
এর আগে দিল্লিতে ‘দিল-লুমিনাটি’র প্রথম শো থেকেই বিতর্ক সঙ্গী হয়েছে দিলজিতের। যার জেরে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশও পেয়েছিলেন গায়ক। তবে দমে যাননি তিনি। তারপর লাখনোও, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় মাতিয়েছেন সুরেলা কণ্ঠে।
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৪