শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের বিজয়মেলা ২৮ থেকে ৩০ ডিসেম্বর

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি::

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা-২০২১। কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আগামী ২৮,২৯ ও ৩০ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ছাত্র-যুবসংগঠনের সমন্বয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২১ সম্পন্ন করতে বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানকে চেয়ারম্যান, এ্যাড. রনজিত দাশ, এ্যাড. তাপস রক্ষিত, মোহাম্মদ হোসেন মাসু, সত্যপ্রিয় চৌধুরী দোলন, উজ্জ্বল কর, আবুল কাশেম বাবু, মাহাবুবুর রহমান মাবু, মাহামুদুল করিম মাদু, জাহেদ সরওয়ার সোহেলকে কো- চেয়ারম্যান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামকে মহাসচিব করে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় উদযাপন কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির আরো ৫টি উপ-কমিটি গঠিত হয়েছে।
কমিটিগুলো যথাক্রমে অর্থ উপ-কমিটির আহ্বায়ক জাহেদ সরওয়ার সোহেল, সদস্য সচিব হেলাল উদ্দিন কবির, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ওয়াহিদ মুরাদ সুমন, সদস্য সচিব মনির মোবারক, প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক নুপা আলম, অভ্যর্থনা ও আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক বেন্টু দাশ, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব অন্তিক চক্রবর্তী। উপ-কমিটির নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে ও মতামতের ভিত্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করে প্রস্তুতি সভা আহ্বান করার সিদ্ধান্ত গৃহিত হয় সভায়।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির মহাসচিব মো. নজিবুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ, জাসদ নেতা মোহাম্মদ হোসেন মাসু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবু, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল।

এসময় উপস্থিত ছিলেন (ক্রমানুসারে), পৌর কাউন্সিলর হেলাল উদ্দীন কবির, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আছিফুল মওলা, ডাঃ পরিমল কান্তি দাশ, সাংবাদিক ফরহাদ ইকবাল, নুপা আলম, শংকর বড়ুয়া রুমি, পৌর আওয়ামীলীগ নেতা শুভ দত্ত বড়ুয়া, জেলা আ’লীগের উপ-প্রচারসম্পাদক এম.এমঞ্জুর, বেলাভূমি খেলাঘর আসরের সভাপতি রিদুয়ান আলী, উদীচী সভাপতি কল্যাণ পাল, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না, সৈকত খেলাঘরের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক দাশ, নাট্য সংগঠক আরমানুল আজিম, পৌর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, গিয়াস উদ্দিন গিয়াস, খেলাঘর সংগঠক ফয়সল হুদা, সাংবাদিক তৌহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণসম্পাদক মেজবাহ উদ্দীন কবির, সাংবাদিক সফিউল আলম, নাট্যকর্মী সাগর পাল সাজু, পৌর আওয়ামীলীগ নেতা আমির উদ্দিন, সাবেক ছাত্রনেতা অন্তিক চক্রবর্তী, পৌর আওয়ামীলীগ নেতা বেন্টু দাশ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানে আলম পুতু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইয়াহিয়া খান, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. খোরশেদ আলম, জেলা যুব জোটের সভাপতি অজিত কুমার দাশ হিমু, জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি আব্দুল্লাহ আল সিফাত, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য আবু তাহের, ঝিনুক মালা খেলাঘরের সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, বিপ্লব বড়ুয়া, ছাত্রনেতা আবদুর রহমান।


আরো খবর: