শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৫ মে, ২০২২

কক্সবাজার শহরের অন্যতম শীর্ষ ছিনতাইকারী ও ৯ মামলার আসামী রমজান আলী ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রমজান আলী ওরফে বাবু বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বাবু দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।

গ্রেপ্তারের পর কারাগারে গেলেও বেরিয়ে ফের একি কাজে লিপ্ত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, বাবু থেকে এর আগেও ডাকাতি প্রস্তুতির ৬টি এবং মাদক মামলা দুইটিসহ মোট ৯ টি মামলা রয়েছে।

তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো খবর: