শিরোনাম ::
ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু – DesheBideshe সাবেক স্বামীর কবর জিয়ারতের পর মুখ খুললেন পরীমণি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসির প্রধান প্রসিকিউটর, “মিয়ানমারের বিরূদ্ধে মামলায় অগ্রগতি হচ্ছে” কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা এলাকা থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৭ মে, ২০২২

কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের সুগন্ধা এলাকায় অভিযান চালিয়ে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটককৃতরা হলো- কক্সবাজার পৌরসভার ১২ ওয়ার্ড সুগন্ধা সৈকতপাড়া, সেলিনা অটো-রিকশার গ্যারেজে বাসকারী টেকনাফের উলিয়াবাদ ৪নং ওয়ার্ড এর জাহাঙ্গীর আলমের পুত্র বিক্রম ওরফে জসিম (৩৫) এবং কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড পেশকার পাড়া কাজী জুনায়েত এর বাড়ির ভাড়াটিয়া টেকনাফ সদরের ৭নং ওয়ার্ড কলেজপাড়ার নবী হোসেনের পুত্র মোঃ রুবেল (২৮)।

র‌্যাব-১৫ জানায়,১৬মে গোপন সংবাদের ভিত্তিতে তারা অবগত হয় যে, কক্সবাজার কলাতলীর সুগন্ধা বীচ সংলগ্ন বায়তুল মা’মুর জামে মসজিদের মূল গেইটের সামনে কতিপয় অপরাধী মাদকদ্রব্য বিক্রয় এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে।

তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি দল রাত ১১টায় ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে গ্রেফতার করে।

এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৮ পুরিয়া গাঁজা, ১টি ছুরি ও ১ টি চাকু উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রম করে থাকে।

র‌্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আরো খবর: