শিরোনাম ::
গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া কক্সবাজারে কেএফসিসহ ৫ রেঁস্তোরায় ভাঙচুর চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩ চকরিয়ায় তুলে নিয়ে যুবকের হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী চকরিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা এনে ঢাকায় গ্রেপ্তার বাবা-ছেলে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ঢাকায় ২০ হাজার পিস ইয়াবার চালান পৌঁছে দিতে এসে গ্রেপ্তার হয়েছেন বাবা-ছেলে। ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান ও পরে রাঙ্গামাটি-খাগড়াছড়ি হয়ে ঢাকায় এসেছিলেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাবিব উল্লাহ (৫০) এবং তার ছেলে মো. ছালাহ উদ্দিন (১৯)। কক্সবাজারেই তাদের বাড়ি। গতকাল যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদে হাবিব উল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ইয়াবা চোরাচালানে বিকল্প পথ নেন তারা। কক্সবাজার হতে প্রথমে বান্দরবান–রাঙ্গামাটি ও সেখান থেকে খাগড়াছড়ি হয়ে লোকাল বাসে কয়েক ধাপে তারা ফেনীতে আসেন। সেখান থেকে তারা ছেলে ছালাহ উদ্দিন আগের গাড়িতে রওনা হন আর তিনি আসেন পরের গাড়িতে। ছালাহ উদ্দিন টোলপ্লাজাসহ গুরুত্বপূর্ণ চেক পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ব্যাপারে আগেভাগে হাবিব উল্লাহকে জানিয়ে দেন। তার কাছ থেকে সবুজ সংকেত পেলে ইয়াবার চালান নিয়ে ঢাকায় ঢোকেন তিনি।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, এই কৌশলে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলেও ইয়াবা পাচার করেছেন তারা।


আরো খবর: