শিরোনাম ::
সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট সফলভাবে কক্সবাজারে সম্পন্ন রানির বেডরুমে কি করছিলেন গোবিন্দ? ‘প্রপোজ ডে’-তে পরীমণির ‘সঠিক মানুষ’ নিয়ে আক্ষেপ গুম, খুন হবেনা এমন বাংলাদেশের জন্যেই প্রাণ দিয়েছে তরুণেরা-সালাহউদ্দিন আহমেদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ৭১ জাতি শুধু একটা পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি ঘুমধুমে স্থল বন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: ঘুমধুমে নৌ উপদেষ্টা আবারো রোহিঙ্গা অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৩ আগে বিচার তারপর অন্য কাজ-কক্সবাজারে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ২১ ফেব্রুয়ারি থেকে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তারা হলেন, মো. নুরুল আমিন ও মো. ইসমাইল।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

ডিবি জানায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতো। বুধবার (১০ জানুয়ারি) গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পিকআপে করে মাদক বিক্রির জন্য নিয়ে আসছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গ্রেফতার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।


আরো খবর: