কক্সবাজার জেলা কারাগারে এক রোহিঙ্গা হাজতির মৃত্যুর ঘটনায় অন্য রোহিঙ্গা বন্দিরা বিক্ষোভ ও অনশন করেছে। এ ঘটনায় এক কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ঘটনা তদন্তে চট্টগ্রাম থেকে ডিআইজি (প্রিজন) আলতাফ হোসেন রবিবার (৬ আগস্ট) কক্সবাজার এসেছেন বলে কারা সূত্রে জানা গেছে।
কারা সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে জাফর আলম (২৩) নামের এক হাজতি কারারক্ষীর লাঠির আঘাতে মারা যান বলে অভিযোগ রোহিঙ্গা বন্দিদের।
এ নিয়ে কারাগারে আটক রোহিঙ্গারা শনিবার বিক্ষোভ করে। শাহাদাত হোসেন নামের এক রক্ষীর মারধরে ওই রোহিঙ্গা হাজতির মৃত্যু হয় বলে অভিযোগ অন্য রোহিঙ্গা বন্দিদের। ওই রক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রোহিঙ্গা বন্দিরা শনিবার দুপুরে খাবার নিতে অস্বীকৃতি জানায়।
এ বিষয়ে কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক এম শাহ আলম খান বলেন, ‘শুক্রবার বিকেলে দুই রোহিঙ্গা হাজতি নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হলে কারারক্ষী শাহাদাত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান।
এ সময় রক্ষীর মারধরে হয়তো বা রোহিঙ্গা জাফর সামান্য আহত হয়ে থাকতে পারেন। তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।’
তবে ওই রোহিঙ্গা হার্ট অ্যাটাকে মারা গেছে বলে দাবি করে তত্ত্বাবধায়ক বলেন, সুরতহাল প্রতিবেদনে রোহিঙ্গার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবু রোহিঙ্গাদের দাবির কারণে রক্ষী শাহাদাতের বিরুদ্ধে মারধরের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
বিভাগীয় মামলা করায় রোহিঙ্গারা শান্ত হয়। ওই হাজতি জাফর আলম একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানান তত্ত্বাবধায়ক।
কারারক্ষী শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
কক্সবাজারের জেল সুপার এম শাহ আলম খান বলেন, ‘ডিআইজি প্রিজন এসেছেন নিয়মিত পরিদর্শনে।