শিরোনাম ::
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা আদালতে কাঁদলেন খালেদা জিয়ার আইনজীবী! কেন জানেন? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী! বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার ও চৌফলদন্ডীর দুই যুবক ইয়াবাসহ ধরা লোহাগাড়ায়

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ জুলাই, ২০২২

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়েছে কক্সবাজারের দুই যুবক।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া সড়ক অংশে অভিযান চালিয়ে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হল কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোনকারখীল এলাকার নুরুল হুদার ছেলে ইফতিয়াদ হুদা মিশু (২১) ও একই উপজেলার কক্সবাজার শহরের খুরশকুল রাস্তার মাথা এলাকার মতিউর রহমানের ছেলে তারেকুর রহমান (২০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে মোটরসাইকেলসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (১৫ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

তাদের এলাকার লোকজন জানান, এই দুই মাদক কারবারি যুবক এলাকায় পড়ালেখা করার অজুহাতে পরিবারের নারী-পুরুষ সকলকে ইয়াবা কারবারে জড়িয়ে ফেলে। দীর্ঘদিন ধরে এদের পরিবারের সদস্যরা ইয়াবা কারবারে জড়িত বলে এলাকায় প্রকাশ হয়ে পড়ে। তবে হাতেনাতে না দেখায় উল্টো এসব পরিবারের সদস্যরা এলাকার লোকজনদের নানাভাবে হয়রানি ও হুমকির পাশাপাশি এলাকার অসংখ্য যুবককে এই মাদক কারবারে জড়িয়ে ফেলে বলে এলাকাবাসীর অভিযোগ।

দেরিতে হলেও আটক হওয়ায় এলাকার সচেতন লোকজন স্বস্তি প্রকাশ করে প্রশাসনের নিকট দাবি জানান তাদের সিন্ডিকেটের অন্য ইয়াবাকারবারিদেরও যেন আইনের আওতায় আনা হয়।


আরো খবর: