বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র কারখানা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ‘অস্ত্র তৈরির কারখানার’ সন্ধান পেয়েছে র‌্যাব; এ সময় এক যুবককে আটক করা হয়।
র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসার পাহাড়ে এ অভিযান চালানো হয়।

আটক আনোয়ার হোসেন (৩৫) ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা বলেন, অভিযানে র‌্যাব সদস্যদের দেখে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে আনোয়ারকে আটক করা হয়। তাবু টাঙ্গিয়ে সেখানে কারখানা গড়া হয়েছিল।

“এ সময় সেখান থেকে দুটি বন্দুক, ৬০টি গুলি, ১৫টি শিসা, একটি ছেনি, একটি হাতুড়ি, একটি বাইশ, দুটি রেত, একটি প্লাস, পাঁচটি সুপার গ্লু, ৫০ গ্রাম বারুদ ও ১৫০টি বিয়ারিং বল পাওয়া গেছে।

আনোয়ার অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, “এখানকার অস্ত্র কক্সবাজার শহর, রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের অপরাধী চক্রের কাছে সরবরাহ করা হত।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।


আরো খবর: