টেকনাফ থানায় দায়েরকৃত ইয়াবা মামলায় ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
তারা হলেন, টেকনাফ ছোট হাবির পাড়ার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ আবদুল সালাম, মোহাম্মদ ইসলামের ছেলে মোঃ ইলিয়াস ও শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা ইমাম হোসেনের ছেলে মোঃ আবদুর রহমান।
রবিবার (৩১ মার্চ) কক্সবাজার অতিরিক্ত জেলা ও আদালতের বিচারক মুরাদ হাসান এই রায় দিয়েছেন।
আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট আবদুল আমিন।
সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মোজাফ্ফর আহাম্মদ হেলালী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ হাজার ইয়াবা উদ্ধারের অভিযোগে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৯ (খ) ধারায় ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়। যার মামলা নং-২৪, জি.আর মামলা নং-৩৮১/১১, এস.টি মামলা নং-৬২৫/২০১১ইং।
আসামি পক্ষের আইনজীবী আবদুল আমিন জানান, মোঃ আবদুল সালাম, মোঃ ইলিয়াস ও মোঃ আবদুর রহমানের নিকট থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে মর্মে মামলা করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণে মামলাটি মিথ্যা প্রমাণ হয়।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণে ব্যর্থ হয় সরকার পক্ষ। তাই সকল আসামিকে মামলার দায় হতে খালাস প্রদান করেন বিচারক। আদালতের আদেশে আসামি পক্ষ সন্তুষ্ট।