বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে ৫৩৪ হোটেল-মোটেলের নেই পরিবেশ ছাড়পত্র, মানববর্জ্য যাচ্ছে সমুদ্রে

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

পর্যটন নগরী কক্সবাজারের প্রায় সাড়ে পাঁচশ হোটেল-মোটেল ও গেস্ট হাউজের ইটিপি প্ল্যান্ট ও পরিবেশ ছাড়পত্র নেই। নেই স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ফলে সব মানববর্জ্য বিভিন্ন নালা, খাল হয়ে যাচ্ছে সমুদ্রে। এতে আশঙ্কাজনকভাবে বঙ্গোপসাগর দূষিত হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম। তিনি জানান, এসব হোটেলের কর্তৃপক্ষকে শুনানির জন্যা নোটিশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটন শহরে কোটি কোটি টাকা ব্যয় করে মানুষ হোটেল গড়ছে, ব্যবসা করছে। কিন্তু মানববর্জ্য ব্যবস্থাপনার কোনো ইটিপি নেই।

জানা যায়, সোমবারের (২৮ জুন) শুনানিতে কলাতলি মোড়ের হোটেল সি পার্ক ও লেগুনা বিচ রিসোর্ট নামের আবাসিক হোটেল দুটিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়।


আরো খবর: