শিরোনাম ::
রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরত এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায়
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে ১০ কেজি গাঁজাসহ হেলাল উদ্দিন প্রকাশ খোকা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রোববার (২৮ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর থানাধীন উত্তর জানারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতার হেলাল উদ্দিন প্রকাশ খোকা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, একজন মাদক কারবারি উত্তর জানারঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় র‍্যাব ওই এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে গাঁজা কারবারির সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, উদ্ধার গাঁজা ও গ্রেফতার ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর: