সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারে সামাজিক নেতৃত্বশীল ব্যক্তিবর্গের অংশগ্রহনে ‘উন্নত সামাজিক ঐতিহাসিক দ্বন্ধ বিশ্লেষন’ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি এর অর্থায়নে ইয়েস প্রজেক্টের আওতায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা সিসিডিবি। গত শনি, রবি ও সোমবার (২৫-২৭ জুন) কক্সবাজারস্থ হোটেল মিশুক এর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কক্সবাজার সদর ও রামু উপজেলার ৩০ জন সামাজিক নেতা।
সোমবার (২৭ জুন) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিসিডিবি’র ইয়েস প্রকল্পের ফোকাল পার্সন ইমরান কিবরিয়া, প্রকল্প সমন্বয়কারি এসকে মাসুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, প্রশিক্ষক মোশাররফ হোছাইন ও মো. আইয়ুব আলী। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাম্স, শাহরিয়ার খাঁন, নুরুল আবছার ও নিপা। প্রশিক্ষণে সার্বিক সমন্বয়ে ছিলেন- সিসিডিবি ইয়েস প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার মর্জিনা আকতার, কায়ছার হামিদ ও হাসিবুল হাসান।
সামাজিক, ঐতিহাসিক দ্বন্ধ নিরসন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণে আলোচনা, ভিডিওচিত্র প্রদর্শন, দলীয় কর্মকান্ড উপস্থাপন করা হয়