শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:১০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে রিসোর্ট থেকে যুবকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ জোনের সিকদার রিসোর্ট থেকে যুবকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল তিনটার দিকে ট্যুরিস্ট পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর রিসোর্টের ম্যানেজারসহ সবাই পালিয়ে গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, তার নাম আব্দুল্লাহ আল ফয়সাল প্রকাশ হৃদয়। অনুমান বয়স ২৭ বছর। বাড়ি কুমিল্লার দেবিদ্বার ফুলতলী। পিতার নাম আলী আকবর। মাতা রেহানা। সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিঅনের ইন্সপেক্টর পিন্টু কুমার রায়।

তিনি বলেন, খবর পেয়ে ইন্সপেক্টর কামরুজ্জামানসহ একটি টিম আমরা ঘটনাস্থলে যাই। রিসোর্টের ১০৮ নং কক্ষে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ দেখি। ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ সন্ধান চলছে। লাশের প্রাথমিক ছুরতহালে ‘আত্মহত্যা’ মনে করছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।


আরো খবর: