কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণের কথা বলে চট্টগ্রাম থেকে ‘টিআরএক্স’ মাইক্রো কার গাড়ি ভাড়া করে এনে চালককে হাত-পা-মুখ বেঁধে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চালক পাহাড় থেকে উদ্ধার হয়ে স্টেশনে আসলে এ ঘটনা জানাজানি হয়। ছিনতাইকৃত সাদা রংয়ের হাইস গাড়ির নাম্বার চট্টমেট্রো-চ ১১-৬৯৪৩।
চালক আলী হোসেন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার ফিসারী ঘাট যাওয়ার কথা বলে ভাড়া নির্ধারিত করেন ৭-৮ জনের একদল যুবক। সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে রওনা হয়ে চকরিয়ার ফাঁসিয়াখালী আসলে সড়কের পাশে একটি নির্জন এলাকায় এসে গলায় ফাঁস লাগিয়ে গাড়ি থামিয়ে ফেলে চক্রটি। এরপরে ছুরি ও ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর রামুর চা-বাগান এলাকার রাবার বাগানের গহীন পাহাড়ে গাছের সঙ্গে বেঁধে রেখে গাড়িটি নিয়ে পালায় চক্রটি।
তিনি জানান, গাড়িতে সব কম বয়সের যুবক ছিল। কয়েক ঘন্টা যাবত শারীরিক নির্যাতন করে পাহাড়ে বেঁধে রেখে পালায় তারা। পরে একটি গ্যাসলাইট (দিয়াশলাই) সাহায্যে হাত-পা-মুখ খুলে স্টেশনে চলে আসে।
এ বিষয় রামু থানার ওসি তদন্ত শেখ ফরিদ জানান, খবর পেয়ে রামু থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এছাড়া গাড়িটি উদ্ধারের জন্য পুলিশ জেলার বিভিন্ন থানায় অবগত করেছে। অভিযান চলছে।
###